প্রকাশিত: Thu, Jun 22, 2023 8:42 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:54 AM

ভারতে সংবাদপত্রের স্বাধীনতার উপর হুমকি নিয়ে ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন প্রকাশ

ইমরুল শাহেদ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হোয়াইট হাউজ সফরকে সামনে রেখে বিশ্বের ছয়টি সাংবাদিক প্রতিষ্ঠান বুধবার বলেছে, ভারতে সংবাদপত্রের স্বাধীনতা হুমকি মুখে রয়েছে। 

ভারতে আটক থাকা যে ছয়জন সাংবাদিকের নাম ও ছবি বিজ্ঞাপনটিতে ব্যবহার করা হয়েছে তারা হলেন আসিফ সুলতান, ফাহাদ শাহ, ইরফান মেহরাজ, গৌতম নাভলাখা এবং রুপেশ কুমার।   

২২ জুন ওয়াশিংটন পোস্টে সাদাকালোয় প্রকাশিত পূর্ণ-পৃষ্ঠার এই বিজ্ঞাপনটিতে ছয়টি আন্তর্জাতিক সাংবাদিক প্রতিষ্ঠান বলেছে, ভারতীয় সাংবাদিকরা শারীরিক সহিংসতা, হয়রানি, কাল্পনিক মামলা এবং সোশ্যাল মিডিয়াতে ঘৃণামূলক প্রচারণাসহ বিভিন্ন ধরনের আক্রমণের শিকার হন।

এর আগে ১৪ জুন ‘কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট’ মার্কিন সরকারের প্রতি আহবান জানিয়ে এক বিবৃতিতে ভারতে সংবাদপত্রের উপর নির্যাতন বন্ধ এবং তাদের কাজের জন্য নির্বিচারে প্রতিশোধমূলকভাবে আটক রাখা ছয় সাংবাদিকের মুক্তি দাবি করা হয়। সম্পাদনা: তারিক আল বান্না